সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতা নিহত

রাজধানীর শাহবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে আহত হলে সহপাঠীরা সাম্যকে হাসপাতালে নিয়ে যান।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্বৃত্তরা সোহরাওয়ার্দী উদ্যানে ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।'
সহপাঠীরা আরও জানিয়েছেন, সাম্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
সাম্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়, জানান তার সহপাঠী আশরাফুল ইসলাম রাফি।
তিনি আরও বলেন, 'রাতে মোটরসাইকেল চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। সে সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে ওই চালকের সঙ্গে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ে আঘাত করে পালিয়ে যান।'
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, 'তার ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।'
এই ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
Comments