তিন দাবিতে সচিবালয়ের সামনে অনশনে জবি শিক্ষার্থীরা

ছবি: প্রবীর দাশ/স্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প সময়মতো শেষ করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিসহ তিন দফা দাবিতে সচিবালয়ের সামনে অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছানোর পর তারা অনশনের ঘোষণা দেন। 

এ সময় শিক্ষার্থীরা বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান, অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, আপস না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, অনশন অনশন চলছে চলবেসহ বিভিন্ন স্লোগান দেন। 

অপর দুটি দাবি হলো—শিক্ষার্থীদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা। স্থায়ী বাসস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত, কমপক্ষে ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা।

শিক্ষার্থীরা বলছেন, তারা এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন অঙ্গীকারের লিখিত চিঠি পেতে। কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো চিঠি আসেনি বলে পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী তারা সচিবালয়মুখী হন। দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে জানান। 

অনশনরত শিক্ষার্থী রায়হান রাব্বি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা আমাদের দাবির কথা জানিয়েছি। দাবি না মেনে নিলে আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের দাবি মেনে নিবে আগামী বুধবারের মিটিংয়ে লিখিত অঙ্গীকার দিতে হবে। পরে আমরা অনশন ভাঙব। স্বাক্ষর হওয়া আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।'

এর আগে, আজ সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে কমপ্লিট শাটডাউন, ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ও অনশন পালন করছেন শিক্ষার্থীরা।


 

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

4h ago