ফাইনালে ওঠার লড়াইয়ের আগে সুসংবাদ পেল পিএসজি

আর্সেনালের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগের আগে সুখবর পেল পিএসজি। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া ফরোয়ার্ড উসমান দেম্বেলে সেরে উঠে খেলার জন্য ফিট হয়ে গেছেন, জানালেন ফরাসি ক্লাবটির কোচ লুইস এনরিকে।
গত সপ্তাহে ইংলিশ প্রতিপক্ষের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগে ১-০ গোলে জেতে পিএসজি। ম্যাচের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি দেম্বেলের পা থেকেই এসেছিল।
তবে চোটের কারণে শেষ বাঁশি পর্যন্ত থাকতে পারেননি। ৭০তম মিনিটে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। এরপর ফিরতি লেগে ২৭ বছর বয়সী তারকার খেলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন এনরিকে।
গত শনিবার লিগ ওয়ানে স্ত্রাসবুর্গের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে প্যারিসিয়ানদের হয়ে খেলতে পারেননি দেম্বেলে। তবে চলতি সপ্তাহের শুরুতে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফেরেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ের আগে ফিটও হয়ে গেছেন।
ফিরতি লেগে বাংলাদেশ সময় আগামীকাল বুধবার দিবাগত রাত একটায় ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে গানারদের মোকাবিলা করবে পিএসজি। এর আগে সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, 'গত দুদিন ধরে সে আমাদের সঙ্গে অনুশীলন করছে। আজ আপনারা তাকে দেখেছেন, তার জন্য একটি নিয়মিত প্রশিক্ষণ সেশন ছিল। আগামীকাল তাকে পাওয়া যাবে।'
দেম্বেলে চলতি মৌসুমে পিএসজির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন। ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪৫ ম্যাচে ৩৩ গোল ও ১২ অ্যাসিস্ট করেছেন।
চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে পিএসজি। এর আগে ২০১৯-২০ মৌসুমে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের ফাইনালে উঠেছিল তারা। তবে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল।
Comments