ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে ‘সুযোগ’ কাজে লাগাতে চান রিয়াল কোচ

Carlo Ancelotti

স্প্যানিশ লা লিগার শিরোপার ভাগ্য পুরোপুরি বার্সেলোনার হাতে দেখছেন কার্লো আনচেলত্তি। পাশাপাশি আসন্ন ক্লাসিকোকে রিয়াল মাদ্রিদের কোচ নিচ্ছেন দারুণ একটি সুযোগ হিসেবে। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারলে নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন তিনি।

লিগের ম্যাচে গতকাল রোববার ঘরের মাঠে সেল্তা ভিগোর বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল। আর্দা গুলার তাদেরকে এগিয়ে নেওয়ার পর কিলিয়ান এমবাপে করেন জোড়া গোল। কিন্তু হাভি রদ্রিগেজ ও উইল সুইডবার্গে সাত মিনিটের মধ্যে জাল খুঁজে নিলে চাপে পড়ে যায় আনচেলত্তির দল। শেষ পর্যন্ত লিড ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

লা লিগার বাকি আছে আর মাত্র চার রাউন্ড। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সা। সমান ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট পাওয়া রিয়াল রয়েছে দুই নম্বরে। আগামী রোববার বার্সার মাঠে দল দুটি পরস্পরের মুখোমুখি হবে। সেখানে কাতালানরা জিতে ৭ পয়েন্টে এগিয়ে গেলে তাদের চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, রিয়াল জিতে ব্যবধান কমিয়ে ১ পয়েন্ট নামিয়ে আনলে আরও জমে উঠবে শিরোপার লড়াই।

সেল্তার বিপক্ষে জয়ের পর গণমাধ্যমকে আনচেলত্তি বলেছেন, আসন্ন মহাগুরুত্বপূর্ণ ক্লাসিকোতে জয়ের জন্য তৈরি হবেন তারা, 'লা লিগার ভাগ্য এখন বার্সেলোনার হাতে। কিন্তু আমরা যদি তাদের বিপক্ষে জিততে পারি, তাহলে আমাদের সম্ভাবনা বাড়বে। এটা দারুণ একটি সুযোগ। আগামী রোববার অনুষ্ঠেয় খেলাটির জন্য আমরা ভালোভাবে প্রস্তুতি নেব। এই ম্যাচটি সবকিছু চূড়ান্ত করে না দিলেও এর কাছাকাছি কিছুই করবে বলে আমি মনে করি।'

সব প্রতিযোগিতা মিলিয়ে চলমান মৌসুমের চতুর্থ ক্লাসিকো হতে যাচ্ছে এটি। আগের তিনটিতেই জিতেছে বার্সেলোনা। সবশেষ গত সপ্তাহে অতিরিক্ত সময়ে গড়ানো কোপা দেল রের রোমাঞ্চকর ফাইনালে ৩-২ গোলে রিয়ালকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে তারা।

সাম্প্রতিক পরিসংখ্যান হতাশাজনক হলেও ইতিবাচক আছেন রিয়ালের কোচ, 'আমরা এক সপ্তাহ আগে বার্সেলোনার বিপক্ষে শেষ ম্যাচটি খেলেছি। সেটা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল এবং আমরা জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। সামনের ম্যাচের জন্য আমাদের খুব বেশি কিছু আবিষ্কার করতে হবে না। আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছি, পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে যাচ্ছি। চারিদিকের নানা প্রতিকূলতা সত্ত্বেও ম্যাচটিতে লড়াই করতে পারা চমৎকার কিছু হবে।'

বার্সার বিপক্ষে কাঙ্ক্ষিত ফলের জন্য বিশ্বকাপজয়ী ফরাসি তারকা এমবাপের দিকে চেয়ে আছেন আনচেলত্তি, 'এই ম্যাচে এমবাপে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে। কারণ বার্সেলোনা রক্ষণে হাইলাইন নিয়ে খেলবে। সেটার ফাঁক গলে এমবাপের দৌড়ে বেরিয়ে যাওয়াটা ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে।'

Comments

The Daily Star  | English

India pushes 123 individuals into Bangladesh

Border Guard Bangladesh (BGB) yesterday detained at least 123 individuals, including Rohingyas and Bangla-speaking individuals, after India pushed them into Bangladesh through Kurigram and Khagrachhari border points.

7h ago