স্টারলিংকের বিডা রেজিস্ট্রেশন সম্পন্ন, এনজিএসও লাইসেন্স হলেই কার্যক্রম শুরু

যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

এখন আবেদনের মাধ্যমে এনজিএসও (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স  পেলেই বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু হবে।

আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান। 

আগামী ৯ এপ্রিল থেকে ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'এই সামিট স্টারলিংক ডিভাইস দিয়ে রান করা হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টারলিংক সার্ভিস প্রোভাইড করবে। সম্মেলনের লাইভ প্রোগ্রামগুলো স্টারলিংকের মাধ্যমে দেখানো হবে।'

'যারা সামিটে যাবেন তারা পার্সোনাল ডিভাইস স্টারলিংকে কানেক্ট করে এক্সপেরিয়েন্স করতে পারবেন,' বলেন তিনি।

বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে আশিক চৌধুরী বলেন, 'অনুমোদনের ক্ষেত্রে স্টারলিংক বিডা রেজিস্ট্রেশনের আবেদন করেছিল। বিডা রেজিস্ট্রেশন হয়ে গেছে। তাদের পরবর্তী ধাপ এনজিএসও লাইসেন্স। আজকে তারা সেটার আবেদন করতে পারে। আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে এনজিএসও লাইসেন্স দিয়ে দিতে।'

'এ লাইসেন্স পাওয়ার পরদিন থেকেই স্টারলিংক কমার্শিয়াল অপারেশনে যেতে পারবে। সরকারের পক্ষ থেকে কমিটমেন্ট ছিল ৯০ দিনের মধ্যে তাদের কার্যক্রম শুরুর ব্যবস্থা করা। লাইসেন্স দেওয়া হয়ে গেলে তাদের জন্য ইটস রেডি টু গো,' বলেন তিনি।

আশিক চৌধুরী আরও বলেন, 'স্টারলিংকের হয়ত ডিভাইস ইম্পোর্ট করে আনতে একটু সময় লাগতে পারে বা তারা এখানে কী মডেলে অপারেট করবে, সেসব ব্যাপারে হয়ত তারা নিজেরা কিছু ডিসিশন নেবে।'

বিনিয়োগ সম্মেলনে স্টারলিংক প্রতিষ্ঠাতা ইলন মাস্কের যোগ দেওয়ার বিষয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, 'ইলন মাস্ক এ সামিটে আসবেন, এরকম কোনো ঘোষণা আমরা কখনো দেইনি। ইলেকশনের পর তিনি আমেরিকার সরকারি কর্মকর্তা হয়ে গেছেন। তাকে বাংলাদেশে আনার জন্য আমাদের একটা প্রসেসের ভেতর দিয়ে যেতে হবে, যেটা ওভারনাইট হয় না। একজন ব্যবসায়ীকে আনার জন্য ব্যাপারটা যত সহজ ছিল, কোনোভাবে কানেক্ট করে নিয়ে আসতে পারতাম, এখন তাকে আনাটা একটা স্টেট প্রোগ্রাম। মাস্ককে আনার ব্যাপারে কথাবার্তা চলছে। কিন্তু এটা এই সামিটে হচ্ছে না।'

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

1h ago