থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় নিহত ১৮

ব্যাংককের পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত। ছবি: এএফপি
ব্যাংককের পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত। ছবি: এএফপি

থাইল্যান্ডের  পাহাড়ি এলাকায় একটি বাস ব্রেক ফেল করে খাদে পড়লে অন্তত ১৮ যাত্রী নিহত হয়েছেন। 

আজ বুধবারের এই মর্মান্তিক দুর্ঘটনার তথ্য জানিয়েছে এএফপি।

তিনটি দোতলা বাসে করে স্থানীয় সরকারের কর্মকর্তারা সফরে যাচ্ছিলেন। এ সময় রাজধানী ব্যাংককের পূর্বে প্রাচিনবুরি প্রদেশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সিওয়াপাস ফুরিপাচাইবুনচু বলেন, '১৭ যাত্রীকে ঘটনাস্থলে নিহত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে হাসপাতালে অপর এক যাত্রী নিহত হন।'

'আমরা ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করেছি এবং তিনি জানিয়েছেন, পাহাড়ি এলাকা থেকে নিচে নামার সময় ব্রেক ফেল করলে বাসটি খাদে পড়ে যায়', যোগ করেন তিনি।

বাসটিতে মোট ৪৯জন আরোহী ছিলেন। জীবিতদের দুইটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সড়ক নিরাপত্তার মানদণ্ডে থাইল্যান্ড বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া পরিসংখ্যান মতে, প্রতি বছর দেশটিতে প্রায় ২০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন।

অনিরাপদ পরিবহন ও চালকদের অদক্ষতাই এর পেছনে মূল কারণ।

সর্বশেষ অক্টোবরে ব্যাংককের শহরতলীতে একটি বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছিল।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

59m ago