সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

সিলেট
স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্তে ভারতের মেঘালয় অংশে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে।

নিহত মো. মারুফ মিয়া (১৬) উপজেলার ঝিঙ্গাবাড়ী গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মারুফ দুপুর ২টা ৫৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

সিলেট বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, মারুফ ও আরও কয়েকজন ভারতের ৬০ গজ ভেতর খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করলে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে দ্বন্দ্বের জেরে মারুফকে গুলি করেন একজন খাসিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে বাংলাদেশের ভেতর ফিরে আসেন অন্যরা।

তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ২টা ৫৫ মিনিটে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

সিলেট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভারতের ০৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারের সঙ্গে আলোচনা হয়েছে। বিজিবি এ ঘটনায় নিন্দা জানিয়েছে এবং অভিযুক্ত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

Comments

The Daily Star  | English

Please don't resign: An appeal to Prof Yunus

A captain cannot abandon ship, especially when the sea is turbulent

9h ago