সংস্কার কবে শেষ হবে, নির্বাচন কবে—জনগণ জানতে চায়: রিজভী

রুহুল কবির রিজভী | ছবি: স্টার

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'সংস্কার একটি প্রবাহমান প্রক্রিয়া, পদ্মা-মেঘনা নদীর মতো ছুটে চলে, বঙ্গোপসাগরের স্রোতের মতো বেগবান—বট গাছের মতো ৪০০ বছর দাঁড়িয়ে থাকে না।'

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, 'কখন আপনার সংস্কার শেষ হবে, কখন নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা জনগণ জানতে চাই।'

আজ শনিবার বিকেলে নরসিংদী মনোহরদী উপজেলার হাতিরদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, 'যে ভোটের জন্য এত রক্তপাত, যে ভোটের জন্য নেতাকর্মীদের এত ক্রসফায়ারে হত্যা, অনেক নেতাকর্মী অদৃশ্য হয়েছে কিন্তু সে ভোট আজও পেলাম না।'

'জনগণের পছন্দ অনুযায়ী ভোট হবে, তারা তাদের প্রতিনিধি বেছে নেবে কিন্তু সে ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে ক্ষমতা জনগণের হাতে এখনো ফিরিয়ে দেওয়া হয়নি, নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন,' প্রশ্ন রাখেন তিনি।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, 'আপনি কবে সংস্কার শেষ করবেন, কী সংস্কার করবেন? এই যে সংস্কারের কথা বলছেন, কমিশন করেছেন, রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য হবে, সেটা কবে? আপনি তো সেই কথা বলছেন না! কখন আপনি সংস্কার সম্পন্ন করবেন, আর কখন আপনার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, এটা তো আজকে জনগণ জানতে চায়।'

এই বিএনপি নেতা বলেন, 'বর্তমানে শেয়ার বাজারের নাজুক অবস্থা৷ নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, কোরবানির আগে মসলার বাজারও চড়া। যে ভোটের জন্য রক্তদান, সেই ভোট এখনো জনগণ পায়নি।'

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

8h ago