গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরে 'আধিপত্য বিস্তার'কে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেট ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুর সদর থানাধীন দক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব মোল্লা (৩৫) গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণখান এলাকার ইসমাইল মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমাস মোল্লার ভাতিজা ছিলেন রাকিব।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শুক্রবার রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাকিব মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে স্থানীয় শহীদ হাজীর বাড়ির পাশের রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

Please don't resign: An appeal to Prof Yunus

A captain cannot abandon ship, especially when the sea is turbulent

9h ago