আমিরাতে কেজি স্কুল থেকেই শিশুরা এআই শিখবে

আমিরাতে কেজি স্কুল থেকেই শিশুরা এআই শিখবে। ছবি: সংগৃহীত/প্রতীকী
আমিরাতে কেজি স্কুল থেকেই শিশুরা এআই শিখবে। ছবি: সংগৃহীত/প্রতীকী

সব বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের জন্য সংযুক্ত আরব আমিরাতের পাঠক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক শিক্ষা যুক্ত করার উদ্যোগ নিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

বিশ্লেষকদের মতে, নতুন যুগের এই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কিন্ডারগার্টেন পর্যায় থেকে সব ধরনের সরকারি স্কুলে আগামী শিক্ষাবর্ষের শুরু থেকে এআই বিষয়ে পাঠদান শুরু হবে। দুবাইর শাসক ও আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই তথ্য জানিয়েছেন।

রোববার এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, 'আমাদের লক্ষ্য কারিগরি দৃষ্টিভঙ্গি অবলম্বন করে শিশুদেরকে এআইর আদ্যোপান্ত সম্পর্কে জানানো এবং একইসঙ্গে তাদেরকে এই নতুন প্রযুক্তির নৈতিক বিষয়গুলো সম্পর্ক অবগত করা।'

দুবাইর রাজপরিবারের ওই সদস্য বলেন, 'পুরনো আমল থেকে অনেকটাই ভিন্ন এই বর্তমান যুগে আমাদের দায়িত্ব হলো শিশুদেরকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখানো'।

বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশের অন্যতম সংযুক্ত আরব আমিরাত। দেশটির অর্থনীতি বড় আকারে অপরিশোধিত তেলের ওপর নির্ভরশীল।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এআইর ওপর ভরসা রাখতে চায় আমিরাত।

২০১৭ সালে বিশ্বের প্রথম এআই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে আমিরাত। ইতোমধ্যে রাজধানী আবুধাবিতে একটি এআই বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে দেশটি।

ফেব্রুয়ারিতে আমিরাত তিন হাজার থেকে পাঁচ হাজার কোটি ইউরো খরচে ফ্রান্সে একটি সুবিশাল এআই ডাটা সেন্টার নির্মাণের অঙ্গীকার করেছে।

Comments