মুক্তির আগে সালমানের সিকান্দারের ৫০ হাজার টিকিট বিক্রি

সিকান্দার সিনেমাতে সালমান খান ও রাশমিক মান্দানা। ছবি: সংগৃহীত

বলিউডের বহুল প্রতিক্ষীত সিনেমা সুপারস্টার সালমান খানের সিকান্দার। এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি শিগগিরউ পেতে যাচ্ছে শিগগিরই। ধারণা করা হচ্ছে, বক্সঅফিস বাজিমাত করবে সিকান্দার। এখন পর্যন্ত মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া পেয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত (২৭ মার্চ) পর্যন্ত অ্যাকশন-প্যাকড সিনেমাটি ভারতের শীর্ষ তিনটি সিনেপ্লেক্সে ৫০ হাজারের বেশি টিকিট বিক্রি করেছে।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পিঙ্কভিলা জানিয়েছে, সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। আগামীকাল থেকে আরও ভালো করবে বলে আশা করা হচ্ছে। আগামী দুই দিন মোট অগ্রিম বিক্রিতে ভালো অবদান রাখবে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

রাশমিকা মান্দানা, সত্যরাজ, শরমন যোশী, কাজল আগরওয়াল ও প্রতীক বব্বর অভিনীত সিকান্দার আগামী ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে। টাইগার থ্রির মতো সিকান্দার নির্মাতারাও নিয়মিত শুক্রবারের আউটিং এড়িয়ে রোববার মুক্তির দিন বেছে নিয়েছেন।

তবে বলিউড বিশেজ্ঞরা বলছেন, সালমান খান ও এ আর মুরুগাদোসের প্রথম প্রজেক্টের অগ্রিম বুকিংয়ে আরও ভালো গতি দেখাতে হবে। বর্তমান প্রবণতা অনুযায়ী, অ্যাকশন ড্রামাটি শীর্ষ তিনটি সিনেপ্লেক্সে দুই লাখের অগ্রিম বিক্রির নিচে থাকতে পারে। যা বলিউড ভাইজানের শেষ মুক্তি পাওয়া টাইগার থ্রির চেয়ে অনেক কম।

টাইগার থ্রি শীর্ষস্থানীয় মাল্টিপ্লেক্স তিন লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রি করেছিল এবং ভারতীয় বক্স অফিসে শুরুর দিনে ৪১ কোটি রুপির বেশি আয় করেছিল। যদি সিকান্দার অগ্রিম আয়ে ওপরের দেওয়া তথ্যের মধ্যে থাকে তাহলে এটি ভারতে ৩১ কোটি রুপির নেট দিয়ে বড়পর্দায় মুক্তি পাবে। শুরুর দিনের আয় মন্দ না হলেও, সালমান খানের ব্র্যান্ড ভ্যালুর সঙ্গে মানানসই নয়। তবে মুক্তির দিন স্পট বুকিং, ওয়াক-ইন ও দর্শকদের অভ্যর্থনার ওপর নির্ভর করে এই দৃশ্যের পরিবর্তন হতে পারে।

Comments

The Daily Star  | English

Israel will take all of Gaza: PM

Strikes kill 52 more; WHO chief says 2 million 'starving'

7h ago