ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ১০৯.৫ টাকা করা হলো

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
রয়টার্স ফাইল ফটো

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমান্বয়ে কমতে থাকায় ডলার কেনার হার বাড়িয়ে ১০৯ দশমিক ৫ টাকা করেছে ব্যাংকগুলো।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) মধ্যে বৈঠকে বলা হয়েছে, ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে ১১০ টাকায় ডলার বিক্রি করবে। 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থ প্রদানের ভারসাম্য এবং বিনিয়োগ অবস্থান ম্যানুয়ালের সংজ্ঞা অনুসারে, ৩০ আগস্ট পর্যন্ত বাংলাদেশের মোট আন্তর্জাতিক রিজার্ভ ছিল ২৩ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার।

বাফেদা ও এবিবির পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী আজকের আগ পর্যন্ত ব্যাংকগুলো আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের প্রতি ডলারের জন্য ১০৯ টাকা এবং রপ্তানিকারকদের প্রতি ডলারের জন্য ১০৮ দশমিক ৫ টাকা প্রদানের প্রস্তাব করেছিল।

আমদানি পরিশোধ নিষ্পত্তির জন্য ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে প্রতি ডলার ১০৯ দশমিক ৫ টাকায় বিক্রি করবে। 

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আন্তঃব্যাংক বিনিময় হার হবে প্রতি ডলারের জন্য ১১০ টাকা।

Comments

The Daily Star  | English

ICT investigators submit report against Hasina, 2 others

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

1h ago