ডলার সংকট নিরসনে ব্যাংকগুলোর ওপর কড়া নজরদারি চায় এফবিসিসিআই

এফবিসিসিআই

দেশের বৈদেশিক মুদ্রা বাজারে বিশৃঙ্খলা ঠেকাতে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নজরদারি চালানোর আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বৈদেশিক মুদ্রা বিশেষ করে ডলার সংকট নিরসনে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের প্রতি এ আহ্বান জানান।

এফবিসিসিআইয়ের মতে, কিছু বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ডলার সংকটের সুযোগ নিয়ে দ্রুততম সময়ে লাভবান হওয়ার চেষ্টা করছে।

এ অবস্থায় আজ বৃহস্পতিবার ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে এক বৈঠকে এফবিসিসিআই সভাপতি ব্যাংকগুলোর ওপর কড়া নজরদারি চালানোর সুপারিশ করেন।

বৈঠকের পর তিনি ফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'ব্যাংকগুলো যতটা দেখাচ্ছে পরিস্থিতি ততটা খারাপ হয়নি।'

Comments

The Daily Star  | English

JnU students, teachers call off protest after assurances

All the activities of the university will resume from tomorrow

2h ago